হোম > ছাপা সংস্করণ

সারা দিন ঘুরেও মিলছে না পণ্য

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

সারা দেশের মতো রংপুরের তারাগঞ্জে বাড়ছে নিত্যপণ্যের দাম। সংসার চালাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের শ্রমজীবী পরিবারগুলো। এই অবস্থায় কিছুটা সহায় হয়ে দাঁড়িয়েছে স্বল্পমূল্যের টিসিবির পণ্য। কিন্তু সঠিক পদ্ধতিতে বিতরণ না করায় সারা দিন ঘুরেও পণ্য না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। এতে করে কাজে যাওয়ার দিনটি নষ্ট হওয়ায় দরিদ্র মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চতুর্থ দফায় শুরু হওয়া টিসিবির পণ্য বিতরণের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে। তখনো দুই শতাধিক মানুষের হাতে ছিল টিসিবির কার্ড ও খালি থলে। পণ্য শেষ হওয়ার ঘোষণা আসতেই পণ্য না পাওয়া লোকজন পরিষদের একটি কক্ষে টিসিবির ডিলারকে অবরুদ্ধ করেন। জড়িয়ে পড়েন বাগ্‌বিতণ্ডায়। অপেক্ষার পর অনেককে ফিরেও যেতে দেখা যায়।

এ সময় সেখানে কথা হয় টিসিবির পণ্য কিনতে আসা প্রামাণিকপাড়া গ্রামের ময়না বেগমের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘আগের দিনও সারা দিন গত করি মাল পাই নাই। আজকেও পাইনো না। দুইটা দিন মাটি হইল। দুই দিন মানইষের বাড়িত কামোত যাবার পানু না। মোর ৪০০ টাকা লোকসান হইল। কতকোনা মাল আনে যে হামাক না দিতে শ্যাষ হয়া যায়?’

ময়নার পাশে দাঁড়িয়ে থাকা রবিউল ইসলাম জানান, পণ্য বিতরণে কোনো শৃঙ্খলা নেই। যাঁরা ঠেলে আগে গিয়ে টাকা দিতে পারেন, তাঁদেরই পণ্য দেয়। ঠেলাঠেলি করতে না পারায় তিনি আজও পণ্য পাননি। তাঁকে পুনরায় ২৩ তারিখ আসতে বলা হয়েছে। দুই দিন কাজ ফেলে ঘোরাঘুরি করেও কম দামে পণ্য কিনতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

ইকরচালী গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘হাটোত জিনিসের খুব দাম। এক দিনের কামাই দিয়া দুই বেলার খাবার টাকা হওছে না। তার ওপর ছাওয়াপোয়ার নেখাপড়া, ওষুধের খরচ আছে। খুব আশা করি আসছিনো আজ মালকোনো পাইলে অতে কয়টা টাকা বাঁচপে। কিন্তু তাক তো হইল না। দিনটা গেল, কার্ডের মাল পাইনো না।’

জানতে চাইলে ডিলার মিলন মিয়া বলেন, ‘ইকরচালী ইউনিয়নে ৯টি ওয়ার্ড। আমরা তিনটি করে ওয়ার্ডের কার্ডধারীদের এক দিন করে তিন দিনে ৯ ওয়ার্ডে পণ্য সরবরাহ করি। কিন্তু এখানে সব ওয়ার্ডের লোক একসঙ্গে আসছে, তাই অনেকে পণ্য না পেয়ে ফেরত যাচ্ছেন। আজ দেড় শতাধিক লোক ফেরত গেছেন। পণ্য না পাওয়ায় আমাকে অনেকে গালাগালি ও হট্টগোল করেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া বলেন, ‘এক দিনে তিনটি করে ওয়ার্ডে পণ্য সরবরাহের কথা। শিডিউল অনুযায়ী জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট ওয়ার্ডে সুবিধাভোগীদের ডাকবেন টিসিবির পণ্য কিনতে। ইকরচালীতে পণ্য না পেয়ে অনেকের হট্টগোল করার কথা ডিলারের কাছে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন