বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইটবোঝাই ট্রাক চাপায় বাবা মেয়ে নিহতের ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নিহত বেলীর মা আয়েশা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় এই মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শুক্রবার রিকশাযোগে বাবার সঙ্গে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। ডাকবাংলোর সামনে আসলে ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে বাবা আলতাফ ও মেয়ে বেলী মারা যায়।