আজকের পত্রিকা ডেস্ক
দক্ষিণ ভারতের নায়িকা নয়নতারা। তামিল, মালায়লাম ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করে নাম কুড়িয়েছেন তিনি। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, সব সময়ই নয়নতারা টিপটপ থাকেন। ত্বক ও চুলের যত্নে কোনো আপস করেন না তিনি। নিয়ম মেনে রোজই ত্বক ও চুলের যত্ন নেন।
সূত্র: পিংকভিলা