পশ্চিমবঙ্গের সঙ্গে একই সময়ে বাংলাদেশে মুক্তির কথা ছিল চঞ্চল চৌধুরী অভিনীত টালিউড সিনেমা ‘পদাতিক’-এর। শিক্ষার্থীদের আন্দোলন, সরকার পতন, সব মিলিয়ে চলমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে পদাতিকের মুক্তি স্থগিত করে দেয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। তবে ঘোষণা অনুযায়ী গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত মৃণাল সেনের বায়োপিকটি। সেখানেও আন্দোলনের মুখে পড়েছে সিনেমাটি।
আর জি কর-কাণ্ডে কলকাতাজুড়ে আন্দোলন চলছে। বুধবার রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান। আন্দোলনের ফলে পিছিয়ে দেওয়া হয়েছে দেবের ‘খাদান’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’র টিজার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার মুক্তি পাওয়া পদাতিক কতটুকু সাড়া ফেলতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
শঙ্কায় আছেন নির্মাতা সৃজিত মুখার্জিও। পদাতিক সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার জন্য প্রযোজকের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি, কিন্তু রাজি হননি প্রযোজক। সৃজিতের মতে এটি দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। সৃজিত মুখার্জি বলেন, ‘আমার মনে হয়, শহর এই মুহূর্তে কোনো রকম বিনোদন বা সিনেমা দেখার মানসিকতায় নেই। দর্শক যা চাইবেন, সেটাই হবে। এই পরিস্থিতিতে তাঁরা যদি আমার সিনেমা না-ও দেখেন, আমার কোনো আপত্তি নেই। সবটাই দুর্ভাগ্যজনক। কিন্তু এটা আমাদের কারও হাতে নেই। আমি মুক্তি পেছানো নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অত্যন্ত অসহায়ভাবেই আমাকে জানিয়েছেন, তাঁর বিপুল আর্থিক ক্ষতি হবে। কারণ, সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না।’
এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে সিনেমার প্রচারে কলকাতায় যাননি চঞ্চল চৌধুরী। চঞ্চল বলেন, ‘আমি দু-তিন বছর পরপর একটা সিনেমা করি। তাই নিজের সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকে। পদাতিক সকল বাঙালি দেখতে পেলে ভালো লাগবে। মৃণাল সেনের আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সিনেমা দেখার কথা বলব। আমার খুব ইচ্ছা ছিল প্রথম দিন কলকাতায় সিনেমাটি দেখার। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত বদলেছি।’
পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ আর পুত্র কুণাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তী।