জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শেরপুরে রেললাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে। গতকাল দিনব্যাপী জেলার পাঁচ উপজেলায় মোটরসাইকেল শোভাযাত্রা ঘুরে ফের জেলা শহরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। বাইক চালক ও আরোহী সবার গায়ে ছিল লাল সবুজ টি-শার্ট। বেশ কয়েকজনের হাতে ছিল জাতীয় পতাকা। দৃষ্টিনন্দন এ শোভাযাত্রাটি সকলের নজর কাড়ে।
জানা গেছে, শোভাযাত্রার শুরুতে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ। মোটরসাইকেল শোভাযাত্রা কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।
অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি। শোভাযাত্রা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, রবিউল ইসলাম রতন, রুবেল মৃধা, অনিক মাহবুব, মাহমুদুল হাসান হান্নান, এইচবি ইতি, মানবাধিকার সংস্থা আমাদের আইনের চেয়ারম্যান নূর-ই-আলম চঞ্চল ও সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন।