হোম > ছাপা সংস্করণ

কাউনিয়ার ৩৭ মণের সুলতান দাম ১২ লাখ টাকা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ঘরের ভেতর বিদ্যুতের আলোয় ঝিলিক দিচ্ছে গায়ের রং। ওজন তার ১ হাজার ৪৮০ কেজি বা ৩৭ মণ। উচ্চতা সাড়ে ৫ ফুট, দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট। বেঁধে রাখা হয়েছে চারটি দড়ি দিয়ে। তারপরও একটু নড়ে উঠলে বুকে কাঁপন ধরে।

বলছিলাম হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সুলতান’র কথা। বিশাল দেহ আর বাদশাহি চালচলনের জন্য আদর করে তার এই নাম দিয়েছেন মালিক নুরল আমীন।

রংপুরের কাউনিয়া উপজেলার হরিচরণলস্কর বালাপাড়া গ্রামের কৃষক নুরলের বাড়িতে জন্ম সুলতানের। এটির বয়স এখন সাড়ে তিন বছর। এবার কোরবানির ঈদ উপলক্ষে গরুটি বিক্রি করা হবে। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় গরু বলে দাবি নুরলের। তিনি সুলতানের দাম হেঁকেছেন ১২ লাখ টাকা।

সম্প্রতি মানস নদীর পাশে নুরলের বাড়িতে গিয়ে দেখা যায়, খামারে মোটা রশিতে সুলতানকে বেঁধে রাখা হয়েছে। গরুটির ওপরে চলছে একটি ফ্যান। তাকে দেখতে বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় করেছে।

কৃষক নুরল জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের গরুটি ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচা ঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়। পরিবারের সদস্যের মতো করে গরুটি পালন করছেন।

নুরল বলেন, গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার এটির দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলছেন। তবে তিনি ১২ লাখ টাকায় বিক্রি করতে চাইছেন। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন