চতুর্থধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউপিতে মোট ৯৩ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ করে গত শনিবার বিকেল পর্যন্ত জমা নেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ শরিফুল ইসলাম সরু জানান, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী প্রার্থীদের মাঝে প্রাথমিকভাবে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে ৯৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে নলদী ইউনিয়নে ৬ জন, লাহুড়িয়ায় ৬ জন, শালনগর ১২ জন, নোয়াগ্রাম ১০ জন, জয়পুর ১০ জন, লোহাগড়ায় ৪ জন, মল্লিকপুর ৬ জন, লক্ষ্মীপাশা ৫ জন, দিঘলিয়া ৮ জন, ইতনা ১২ জন, কাশিপুর ৮ জন ও কোটাকোল ইউনিয়ন থেকে ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এগুলো যাচাই-বাছাই করে জেলা কমিটির মাধ্যমে ঢাকায় দলীয় প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে তিনি জানান।