হোম > ছাপা সংস্করণ

অপহৃত নন, ঋণের ভয়ে পালান তিনি

দেবিদ্বার প্রতিনিধি

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা আবু ইউসুফ অপহরণের শিকার হননি। ঋণের দায় থেকে বাঁচতে নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। গত মঙ্গলবার সিলেট থেকে পুলিশের হাতে আটকের পর এ ঘটনা স্বীকার করেন তিনি। আবু ইউসুফের বাড়ি দেবিদ্বার উপজেলা ভিংলাবাড়ী এলাকায়।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর পালিয়ে যান আবু ইউসুফ। পালানোর একদিন পর তাঁর পরিবারকে তিনি নিজেই মোবাইল ফোনে জানান, কে বা কারা চোখ বেঁধে তাঁকে একটি অন্ধকার কক্ষে আটকিয়ে রেখেছে। খাবার ও পানি দিচ্ছে না। কোথায় আছেন তাও বলতে পারছে না। এই বলে তাঁকে বাঁচাতে পরিবারের কাছে আকুতি জানান ইউসুফ।

এরপর ইউসুফের মামা আলী আকবর দেবিদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ।

পরিবারের কাছে আবু ইউসুফের শেষ কলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটে তাঁর অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে গত মঙ্গলবার রাতে সিলেটের শাহ জালাল (রহ.) এর মাজারে বাইরে ঘোরাফেরা করা অবস্থায় তাঁকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আবু ইউসুফ জানান, ঋণের টাকার জন্য পাওনাদারেরা চাপ দিচ্ছিল। এ ভয়ে তিনি পালিয়ে যান।

আবু ইউসুফের মামা আলী আকবর বলেন, সবজি কেনার জন্য এক লাখ টাকা নিয়ে দেবিদ্বার নিউ মার্কেট বাসস্ট্যান্ড থেকে সিলেটের বাসে করে সিলেট চলে যান আবু ইউসফু। পরে তিনি তাঁর পরিবারের সদস্যদের অপহরণ হয়েছেন বলে জানান। ইউসুফ তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান মামা।

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আবু ইউসুফ নিজের অপহরণের তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন। তাঁকে সিলেট থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন