বাগেরহাটের মোল্লাহাটে থানা-পুলিশের মাদক, অস্ত্র ও জুয়াবিরোধী অভিযানে ১৬টি ইয়াবাসহ গোলাম রসুল শেখ (২২) ও রুবেল ফকির (২১) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক গোলাম রসুল উপজেলার পুরাতন ঘোষগাতী গ্রামের বাসিন্দা ও রুবেল ফকির রংপুর গ্রামের বাসিন্দা।
এ দিকে এদিকে ৩৫৩টি ইয়াবাসহ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে আক্তারুজ্জামান লিটুকে (৬৫) আটক করেছে থানা-পুলিশ। উপজেলার উদয়পুর ইউনিয়নের দেড়বোয়ালিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তিনি মাদক কারবারি বলে অভিযোগ পুলিশের। আক্তারুজ্জামান লিটু উপজেলার গাড়ফা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।
এ ছাড়া পৃথক অভিযানে গত বৃহস্পতিবার সকালে এমদাদুল শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এমদাদুল শেখ উপজেলার রাজপাট গ্রামের বাসিন্দা।
মাদকসহ আটক ও গ্রেপ্তার তিনজনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোল্লাহাটে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে এবং আসামি এমদাদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবাইকে জেল হাজতে পাঠানো হয়েছে।