হোম > ছাপা সংস্করণ

অভিষেকেই আকাশচুম্বী পারিশ্রমিক

বিনোদন ডেস্ক

করোনার পর থেকে দক্ষিণী সিনেমার কাছে পাত্তাই পাচ্ছে না বলিউড। সাফল্য পেতে অনেক বলিউড তারকা নাম লেখাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ক্যাটরিনা কাইফের পর সর্বশেষ এ তালিকায় যুক্ত হচ্ছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে অভিষেকের পরই জানিয়েছিলেন দক্ষিণের সিনেমায় কাজ করার আগ্রহ আছে তাঁর। এমনকি সুযোগ পেলে কাজ করতে চান দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে। জাহ্নবী বলেন, ‘আমি আগেও বলেছি, তাঁর পারফরম্যান্স আমার ভীষণ পছন্দ। উনি বড় মাপের শিল্পী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমার। সুযোগের অপেক্ষা করছি।’

অবশেষে জাহ্নবীর ডাক এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। নায়ক হিসেবেও পাচ্ছেন জুনিয়র এনটিআরকে। তবে আচমকাই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। অঙ্কটা জানা না গেলেও শোনা যাচ্ছে এই সিনেমার জন্য দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মন্দানার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন জাহ্নবী। ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর দুই কোটি থেকে পারিশ্রমিক বাড়িয়ে পাঁচ কোটি করেছেন রাশমিকা। তাই জাহ্নবী যে পাঁচ কোটির বেশি চাইছেন, সেটা মোটামুটি নিশ্চিত।

জুনিয়র এনটিআরের সঙ্গে সিনেমা ছাড়া আরও দুটি দক্ষিণী সিনেমায় অভিনয় করার কথা চলছে জাহ্নবীর। একটিতে তাঁর বিপরীতে বিজয় দেবারকন্ডা, অন্যটিতে আল্লু অর্জুনের অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

জাহ্নবীর মা শ্রীদেবী দক্ষিণী সিনেমায় একসময় চুটিয়ে কাজ করেছেন। অবশেষে মায়ের দেখানো পথেই হাঁটা শুরু করলেন জাহ্নবী। সবশেষ গত বছর ‘মিলি’ সিনেমায় দেখা যায় জাহ্নবীকে। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমা দুটি।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন