রংপুরে জীবন বিমা করপোরেশনের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে গৃহীত কর্মসূচির বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে জীবন বিমা করপোরেশন হলরুমে রংপুর রিজওনাল অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবন বিমা করপোরেশন রংপুর রিজওনের ডেপুটি জেনারেল ম্যানেজার গৌতম কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান (সাবেক সচিব) মাকসুদুল হাসান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বিমা করপোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর (অতিরিক্ত সচিব) জহুরুল হক, প্রধান কার্যালয়ের ম্যানেজার ও বোর্ড সেক্রেটারি শ্যামল কান্তি ভৌমিক।