ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বারবাড়িয়া বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার ভোরে সাড়ে চারটার দিকে টেলিভিশন মেরামতের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের খোলা অকটেন, পেট্রল বিক্রির দোকানে আগুন লেগে তা ছড়িয়ে পরে। এভাবে এক সারিতে থাকা পাঁচটি দোকান ঘরে আগুন লাগে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।