লক্ষ্মীপুর জেলার রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকের একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে (৪১) গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ৩ নম্বর চর পোড়াগাছা ইউনিয়নের জয়নাল দরবেশের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। গ্রেপ্তার মো. জসিম উদ্দিন উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিনকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য বিক্রি করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে আদালতের কাছে সোপর্দ করা হয়।’