গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি পারাপারের জন্য আসা ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল রোববার দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লা পাড়ার মো. মজিবর শেখ (২৫), শাহাদৎ মেম্বার পাড়ার ছেলে মো. হাফেজ খন্দকার (২৫) ও মজিদ শেখের পাড়ার মো. রবিউল শেখ (৩২)। তাঁদের বিরুদ্ধে কাভার্ডভ্যানচালক রংপুর জেলার মো. রাকিব হাসান (২৬) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানচালক মো. রাকিব হাসান গত শনিবার রাত ৪টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের বিপরীত পাশে মহাসড়কে যানজটে আটকা পড়েন। এ সময় অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ২ / ৩ জন তাঁর কাছে ৪ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে। এই সড়ক দিয়ে মালামাল নিতে হলে তাঁদের প্রতিবার এই পরিমাণ টাকা দিতে হবে বলে জানান।
চাঁদার টাকা দিতে আপত্তি করলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ও কর্তব্যরত পুলিশের একটি টহল দল এসে তিনজনকে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।