মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর মাগুরার মহম্মদপুর উপজেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি উপজেলা পরিষদের অর্থায়নে সংস্কার করালেন ইউএনও রামানন্দ পাল। এক বছরের অধিক সময় ধরে স্টেডিয়ামটি কাঁদা-মাটি ও জলাবদ্ধতা থাকায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। মাঠের রক্ষণাবেক্ষণে থাকা কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি ছিল না এখানে। অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে তলিয়ে থাকত।
স্টেডিয়ামের এই দুরবস্থা নিয়ে গত ৯ ডিসেম্বর আজকের পত্রিকায় স্টেডিয়াম নয় যেন পুকুর শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর টনক নড়ে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে থাকা কর্তৃপক্ষের। এরপর পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বালু ও মাটি ভরাট করে দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়। সংস্কার কাজ প্রায় শেষের পথে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কুচকাওয়াজসহ যাবতীয় অনুষ্ঠান শেখ রাসেল মিনি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাঠের দুরবস্থার জন্য অনুশীলন করতে না পারায় নতুন খেলোয়াড় তৈরিতে বাধাগ্রস্ত হওয়ায় অনুশীলনকারী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
মহম্মদপুর আছাদুজ্জামান ফুটবল একাডেমির ক্যাপ্টেন মেহেদি হাসান সুজন বলেন, ‘প্রায় এক বছর ধরে মাঠে পানি জমে থাকায় অনুশীলন বন্ধ ছিল। মাঠটি সংস্কার করায় এখন অনুশীলনের উপযোগী হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানের পর আমরা নিয়মিত অনুশীলন শুরু করব।
মহম্মদপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ঈদুল শেখ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি নষ্ট হয়ে যাচ্ছিল। ইউএনওর নিজ উদ্যোগে মাঠটি সংস্কার করায় আমরা জানায় ইউএনও স্যার কে অভিনন্দন জানাই।
উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, ‘স্টেডিয়ামটি দৃষ্টি নন্দন করতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে বরাদ্দ চেয়ে মন্ত্রনালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে।’