কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সাগরকন্যা কুয়াকাটায় জানুয়ারিতে তিন দিনব্যাপী আয়োজন করা হচ্ছে কুয়াকাটা বিচ কার্নিভাল। আগামী ২০-২২ জানুয়ারি বিচ কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
গত বুধবার বিকেলে কুয়াকাটা পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইনের সেমিনার কক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত সৌন্দর্যবর্ধন ও উন্নয়নবিষয়ক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে জেলা প্রশাসনের বাস্তবায়নে বিচ কার্নিভালে থাকবে তিন দিনের আয়োজন। চলবে কুয়াকাটা ব্র্যান্ডিংসহ বিভিন্ন বিচ অ্যাকটিভিটিস ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়াকাটা সাজবে রঙিন সাজে। দেশের নামীদামি শিল্পীদের আগমন ঘটবে এই কার্নিভ্যালে।
এ ছাড়া সেমিনারে শুঁটকি পল্লিকে সৈকত থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়া, সৈকত এরিয়ায় কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না।