ঈদুল ফিতরের তিন সপ্তাহ পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। দেশের দুই সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে বিদেশি এক সিনেমা। আজ থেকে হলে দেখা যাবে মোহাম্মদ ইকবালের ‘ডেডবডি’, বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ও হলিউডের ‘দ্য ফল গাই’।
ভৌতিক ঘরানার ‘ডেডবডি’
ঈদুল ফিতরে মুক্তির তালিকায় ছিল ‘ডেডবডি’। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যান নির্মাতা। অবশেষে আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভৌতিক ঘরানার সিনেমাটি। পরিচালনা ও প্রযোজনা করেছেন মোহাম্মদ ইকবাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মাওলা, জিয়াউল রোশান, অন্বেষা রায়, মিষ্টি জাহান প্রমুখ।
সিনেমার ট্রেলারে দেখা যায় ঘুমালেই স্বপ্নে পচা-গলা লাশ দেখতে পায় শ্যামল মাওলা। একসময় ওসব লাশের বশে চলে যায় সে। আক্রমণ করতে শুরু করে নারীদের। ভয়ংকর হয়ে ওঠা শ্যামলকে ঠেকাতে এগিয়ে আসে ওমর সানী ও জিয়াউল রোশান।
মনস্তাত্ত্বিক গল্পের ‘শ্যামা কাব্য’
মনস্তাত্ত্বিক গল্প নিয়ে তৈরি হয়েছে শ্যামা কাব্য। সরকারি অনুদানের সিনেমাটি বানিয়েছেন বদরুল আনাম সৌদ। ব্রোকেন ফ্যামিলিতে বেড়ে ওঠা আজাদ একটি কলেজে শিক্ষকতা করে। মা-বাবার বিচ্ছেদ তার জীবনে বড় একটা প্রভাব ফেলে। বড় হয়ে যখন নিজে সম্পর্কে জড়ায় আজাদ, সেখানে আসে বিচ্ছেদ। তার মাঝে হতাশা জন্ম নেয়, একধরনের ট্রমায় চলে যায় আজাদ। একসময় তার জীবনে শ্যামার আগমন ঘটে। এমনি নানা রকম সম্পর্কের নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
প্যারিসের একটি চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে শ্যামা কাব্যর। সিনেমাটি গত বছর নভেম্বরে মুক্তির কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা হয়নি।
অ্যাকশন-কমেডিনির্ভর ‘দ্য ফল গাই’
আশির দশকের টিভি সিরিজ ‘দ্য ফল গাই’ এবার পর্দায় আসছে চলচ্চিত্ররূপে। সিরিজের নামেই থাকছে সিনেমার নাম। ডেভিড লিচ পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে আজ। তবে আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে বাংলাদেশের দর্শক। গত ১ মে স্টার সিনেপ্লেক্সে মু্ক্তি পেয়েছে দ্য ফল পাই। অ্যাকশন-কমেডি ধাঁচের এই সিনেমায় নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ‘বার্বি’ তারকা রায়ান গসলিং অভিনয় করেছেন সিনেমার একজন স্টান্টম্যানের চরিত্রে। আরও আছেন এমিলি ব্লান্ট, হ্যানা ওয়াডিংহাম, অ্যারন টেলর-জনসন, স্টেফানি সু, উইনস্টন ডিউক প্রমুখ।
আরও দুই সিনেমা
নতুন তিন সিনেমার পাশাপাশি আজ থেকে দেশে আরো দুই পুরনো সিনেমা দেখা যাবে স্টার সিনেপ্লেক্স। ভিন্নমাত্রার সিনেমা বানিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রতিভাবান নির্মাতা ক্রিস্টোফার নোলান। সবশেষ ‘ওপেনহাইমার’ সিনেমাটি দিয়ে বিপুল সাড়া জাগিয়েছেন এই নির্মাতা। জয় করে নিয়েছেন দুটি অস্কার। দর্শকপ্রিয়তা বিবেচনা করে নোলানের ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ইন্টারস্টেলার’ সিনেমা দুটি আজ থেকে আবার দেখানো হবে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়।