গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
‘স্কুলের ক্লাসরুমের মধ্যে গেলেই ভয় লাগে। পোড়া গন্ধ। ক্লাস করমু কই! বেঞ্চ নাই।’ কথাগুলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নোভা আক্তারের। জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত ময়মনসিংহের গফরগাঁওয়ের পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুনে বিদ্যালয়ের আধা পাকা ভবনটির ভেতরে-বাইরে ক্ষতিগ্রস্ত হয়। শ্রেণিকক্ষের সংকট আর ভীতির কারণে এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে অনীহা প্রকাশ করছে।
গতকাল বৃহস্পতিবার সকালে পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পুরোনো ভবনের একটি কক্ষে পঞ্চম শ্রেণি, চতুর্থ শ্রেণি ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান করানো হচ্ছে। অপর একটি কক্ষে প্রাক্-প্রাথমিক, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।
আগুনের তীব্রতায় বিদ্যালয়ের টিনের চাল ও দেয়াল পুড়ে যাওয়ায় খসে পড়ছে পলেস্তারা। পুড়ে যাওয়া বেঞ্চ, টেবিল-চেয়ার, কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এখনো। পুড়ে যাওয়া চারটি কক্ষের সর্বত্র পোড়া উৎকট গন্ধ রয়েছে। শিক্ষকেরা অভিভাবকদের বুঝিয়েও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে না পারায় কমেছে উপস্থিতি। খুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে পোড়া ভবন দেখে ভয় পাচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফা বেগম বলেন, ‘বিদ্যালয়ে ১০৮ জন শিক্ষার্থীর মধ্যে আগুনের ঘটনায় এখন অর্ধেক উপস্থিতি কমে গেছে। শিক্ষা অফিসের পরামর্শে আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়েও শিক্ষার্থীদের স্কুলে আনা যাচ্ছে না।’