চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আবদুর রহমান দরজি। গত বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এই ওয়ার্ডে আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আবদুর রহমান চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান, চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আবদুর রহমান ছাড়া কেউই মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে তিনিই একমাত্র প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।