সাক্ষাৎকার

কুষ্টিয়া-২ আসন: তৃণমূল মানুষের পক্ষে কাজ করার প্রত্যয়

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনবার সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেন। তবে প্রায় ২৪ হাজার ভোটে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের কাছে। এই নির্বাচনে অংশ নিতে কামারুল উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দেন। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনী আসন নিয়ে পরিকল্পনা ও রাজনীতি নিয়ে কথা বলেছেন তিনি। 

তিনবারের সংসদ সদস্য হাসানুল হক ইনুর বিপক্ষে জয়ী হওয়াটাকে কীভাবে দেখছেন—এমন প্রশ্নের জবাবে কামারুল আরেফিন বলেন, ‘আমি মনে করি নির্বাচনে পরিশ্রম করেছিলাম। জনগণ, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে ছিল বলেই বিজয় সুনিশ্চিত হয়েছে।’ 

পরাজিত হওয়ার পর সুষ্ঠু ভোট হয়নি—ইনুর এমন অভিযোগ প্রসঙ্গে এমপি কামারুল বলেন, ‘নির্বাচনে হেরে যাওয়ার পর সবাই অভিযোগ করেন। তবে আমি ব্যতিক্রম। আমি কখনো নির্বাচনে হারিনি। নির্বাচন চলাকালে সাংবাদিকদের বলেছিলাম সুষ্ঠু ভোট হচ্ছে, এই নির্বাচনে হেরে গেলেও তাঁকে (ইনু) আমি সাধুবাদ জানাব। আর ১৪ দলের অন্যতম নেতা হিসেবে উনি কীভাবে বলেন, সুষ্ঠু ভোট হয়নি?’ 

নির্বাচন করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল জানিয়ে নবনির্বাচিত এই এমপি বলেন, ‘ভাবনায় ছিল, দল আমাকে নমিনেশন দেবে, আমি নির্বাচন করব। ২০১৪ সাল থেকেই আমি নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। গণভবনে আমাদের বলে দেওয়ার পরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি।’ 

শরিক দলের সঙ্গে বিভক্তি-বিভাজন আছে, ভবিষ্যতে রাজনৈতিক অবস্থান কেমন হবে—জানতে চাইলে কামারুল আরেফিন বলেন, ‘সারা দেশে যত ভোটার আছে তার একভাগ ভোটও তাঁর (ইনু) নাই। যার একভাগ মানুষও নেই, তাঁর জন্য আবার জোটে কী প্রভাব পড়বে?’ 
নির্বাচনী আসন নিয়ে পরিকল্পনার বিষয়ে এমপি কামারুল বলেন, ‘মিরপুর ও ভেড়ামারার জন্য কথা বলব। আমি ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিলাম। সেখানে চৌকিদার ও দফাদারদের কষ্ট দেখেছি। ইতিমধ্যে তাঁদের কষ্টের কথা জাতীয় সংসদে বলেছি। আমার কাজ হবে তৃণমূল পর্যায়ের মানুষের পক্ষে কথা বলা।’ 

নির্বাচনে যেসব নেতা-কর্মী পক্ষে কাজ করেননি, তাঁদের কীভাবে দেখছেন—এমন প্রশ্নে কামারুল বলেন, ‘ভোটে সবাই পক্ষে থাকে না। কারও ক্ষতিসাধন করার আমার কোনো টার্গেট (লক্ষ্য) নেই।’ 

সাধারণ ভোটারদের উদ্দেশে এমপি কামারুল ইসলাম বলেন, ‘বিগত ১৫ বছরে মানুষের চাওয়া-পাওয়ার যে প্রতিফলন ঘটে নাই, মানুষের পাশে থেকে তা পূরণ করার চেষ্টা করব।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন