হোম > ছাপা সংস্করণ

সড়কের পাশে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীর উদ্দ্যোগে বিভিন্ন সড়কে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলার ৭ নম্বর ও ৮ নম্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।

এ সময় আমান উল্লাহ খাঁন বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠন বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন। এ সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চলাচলকারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এ কথাটা স্বরণ করে দেওয়া।

এ জন্য ফরিদগঞ্জ উপজেলা ৭ নম্বর ও ৮ নম্বর পাইকপড়া উত্তর ইউনিয়নের মধ্যে জনগুরুত্বপূর্ণ সড়ক কড়ৈতলী চৌরাস্তা, পাটওয়ারী বাজার জামতলা সড়কে, চৌরঙ্গী রূপসা সড়ক ও কড়ৈতলী চৌরঙ্গী সড়কে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যান চলাচল ধীরে চলার আহ্বানে বিলবোর্ড স্থাপন করা হয়।

এই বিলবোর্ড গুলোর মধ্যে সড়কে মোটরসাইকেল চালক, রিকশা চালক, অটো চালক, সিএনজি চালিত অটোরকিশা চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী ফিরেন’. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন