চেক জালিয়াতির মামলায় শাকিল আহমেদ তানভীর নামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে পাঁচলাইশের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানার পুলিশ সদস্যরা।
চেক প্রতারণার অভিযোগ এনে মঞ্জু নামের এক ব্যক্তি অর্থঋণ আদালতে দুটি মামলা করেন। ওই দুই মামলায় শাকিল আহমেদ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আফতাব হোসেন বলেন, ‘এনআই অ্যাক্টের দুটি মামলায় শাকিল আহমেদের বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট জারি করেন। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়।’