Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীরা পেল ফাইজারের টিকা

আগৈলঝাড়া প্রতিনিধি

শিক্ষার্থীরা পেল ফাইজারের টিকা

আগৈলঝাড়ায় স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম দফায় করোনার টিকা কার্যক্রমের অংশ হিসেবে ১২ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ১২ হাজার শিক্ষার্থী পাচ্ছে ফাইজারের টিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল সকালে উপজেলার পশ্চিম সুজনকাঠি বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।

টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ডা. সৈকত জয়ধর, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম, এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

টিকা নেওয়া শিক্ষার্থী জিলিয়ান বিশ্বাস বলে, ‘টিকা নিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছি। আমার সহপাঠীরা টিকা নিয়েছে।’

অভিভাবক সরদার হারুন রানা বলেন, ‘দেশে করোনার আক্রমণ কিছুটা কমে এলে সীমিত পরিসরে পাঠদান শুরু হয়েছে। আমরাও তাদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে ছিলাম। এখন তাদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। আমরা অনেকটাই আতঙ্ক মুক্ত থাকতে পারব।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের করোনা টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১২ থেকে ১৮ বছরের স্কুল শিক্ষার্থীদের প্রাথমিক ভাবে এই টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। প্রথম দিন এসএ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বিএইচপি একাডেমির ১ হাজার ২০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ