কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও প্রভাবমুক্ত রাখতে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
গত বৃহস্পতিবার মগনামা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী নাজেম উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে এ অনুরোধ জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, গত দুটি ধাপের নির্বাচনে খুনের ঘটনা ঘটেছে। এবারও এমন আশঙ্কা রয়েছে। তা ছাড়া মগনামার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তাই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে পেকুয়া থানার ওসিকে লিখিতভাবে অনুরোধ বলা হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পত্রটি আমি এখনো পাইনি। তবে শুধু মগনামা নয়, পুরো পেকুয়া উপজেলায় পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসীদের ধরতে পুলিশের সদিচ্ছা আছে। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে অভিযান চালিয়ে অপরাধীদের ধরা হবে।