Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পদ ছাড়ার ১৪ মাসেও বাংলো ছাড়েননি রাজউকের সাবেক চেয়ারম্যান

তোফাজ্জল হোসেন রুবেল, ঢাকা

পদ ছাড়ার ১৪ মাসেও বাংলো ছাড়েননি রাজউকের সাবেক চেয়ারম্যান

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ৬ নম্বর রোডের ১ নম্বর প্লটটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের সরকারি বাসভবন। এটি ‘চেয়ারম্যান বাংলো’ নামেই পরিচিত। আমীন উল্লাহ নুরী রাজউক চেয়ারম্যান থাকাকালে এই বাংলোতে ওঠেন। গত বছরের ৪ জুন তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। রাজউকের পদ ছাড়ার ১৪ মাস পরও তিনি চেয়ারম্যান বাংলো ছাড়েননি। ওই বাংলোতে তাঁর সেবায় সার্বক্ষণিক একজন তত্ত্বাবধায়ক ছাড়াও চারজন নিরাপত্তাকর্মী, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন বাবুর্চি আছেন। তাঁদের বেতন-ভাতা হচ্ছে রাজউকের কোষাগার থেকে। 

তবে সচিব আমীন উল্লাহ নুরীর দাবি, অন্য কোথাও বাসা বরাদ্দ না পেয়ে তিনি রাজউকের কোষাগারে ৩৯ হাজার টাকা মাসিক ভাড়া দিয়ে ওই বাংলোতে বসবাস করেছেন। সমস্যা হলে বাংলোটি ছেড়ে দেবেন। 

রাজউক সূত্রে জানা যায়, গুলশানে দুই বিঘা আয়তনের প্লটে গাছগাছালি ঘেরা বাংলোটি নানা দিক দিয়ে আকর্ষণীয়। সাবেক সংসদ উপনেতা কয়েক বছর এ বাংলোতে বসবাস করেছেন। অনেক চেষ্টা করে বাংলোটি উদ্ধার করে রাজউক চেয়ারম্যান সেখানে থাকতে শুরু করেন। ২০২১ সালের ২৯ এপ্রিল সেখানে ওঠেন তৎকালীন রাজউক চেয়ারম্যান আমীন উল্লাহ নুরী। ২০২২ সালের ৪ জুন তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান। কিন্তু ১৪ মাস পরও তিনি গুলশানের ‘চেয়ারম্যান বাংলো’ ছাড়েননি।

রাজউকের একাধিক কর্মকর্তা জানান, সংস্থা ছেড়ে যাওয়ার পর বাংলোতে বসবাস করার কোনো সুযোগ নেই।

সূত্রমতে, গত দুই অর্থবছর রাজউকের এ বাংলোতে বসবাস করছেন সচিব আমীন উল্লাহ নুরী। এই দুই বছরে বাংলো রক্ষণাবেক্ষণের জন্য সরকারি কোষাগার থেকে কমবেশি ১৬ লাখ টাকা খরচ হয়েছে।

এসব বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা কোনো মন্তব্য করতে রাজি হননি। 

রাজউকের একাধিক কর্মকর্তা বলেন, আমীন উল্লাহ নুরী বাংলো না ছাড়ার জন্য কৌশল অবলম্বন করছেন। তিনি রাজউকের তহবিলে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলোর ভাড়া হিসেবে প্রতি মাসে ৩৯ হাজার টাকা জমা দেন। এ ছাড়া গ্যাস বিল ১ হাজার ৮০ টাকা, পানির বিল ৬০ টাকা আর পৌর কর ১০ টাকা পরিশোধ করেন।

অথচ ওই বাংলোতে দায়িত্বরত সাতজন কর্মচারীর বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হচ্ছে রাজউকের কোষাগার থেকে। 

এ বিষয়ে জানতে চাইলে সচিব আমীন উল্লাহ নুরী গতকাল বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজউক ছেড়ে এসেছি অনেক দিন হলো, এটা সত্য। কিন্তু সরকারি বাসা পাইনি। তাই চেয়ারম্যান বাংলোতে ভাড়া দিয়ে থাকি। যেহেতু সমস্যা হচ্ছে, আমি এ মাসে বাসা ছেড়ে দেব।’ 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ