মুন্সিগঞ্জের শ্রীনগরে আব্দুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কোলাপাড়া মাদ্রাসার পাশ থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা ২টার দিকে পক্ষাঘাতগ্রস্ত আব্দুল কাদেরকে কোলাপাড়া মাদ্রাসার পাশে শুইয়ে রেখে যান তাঁর স্বজনেরা। পাশেই রাখা হয় তাঁর ব্যবহারের জন্য পোশাক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি আমিনুল ইসলাম। তিনি আব্দুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগী আব্দুল কাদের জানান, তাঁর ভাই পলাশ এখানে রেখে গেছেন। সংসারে তাঁর এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। ছেলেমেয়েরা বৃদ্ধ বাবার খোঁজখবর নেয় না।
পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকেই পরিবারের লোকজন তাঁর ওপর বিরক্ত।
ওসি আমিনুল ইসলাম বলেন, একটি অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল করা হলে অসুস্থ আব্দুল কাদেরের বিষয়ে জানতে পারেন।
পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, ‘আব্দুল কাদেরের পরিবারের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁরা কেউ চিকিৎসার দায়িত্ব নিতে চাচ্ছেন না। তাই আমিই ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’