দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বার উপজেলা ডাক অফিস থেকে নৈশপ্রহরী মোসলেহ উদ্দিন প্রকাশ মুসলু মোল্লার (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।
মোসলেহ উদ্দিন দুই বছর ধরে জেলা পরিষদ ডাক বাংলোর সামনে অবস্থিত ডাক বিভাগের অফিসে নৈশপ্রহরীর কাজ করছিলেন। তিনি উপজেলার বড় আলমপুর গ্রামের বাসিন্দা।
মোসলেহ উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিন সকালে ডিউটি শেষে ভোর ৫/৬টার দিকে বাড়ি ফিরতেন তাঁর স্বামী। গতকাল সকাল সাড়ে ৯টা বাজলেও বাড়ি না ফেরায় স্ত্রী ডাক অফিসে খুঁজতে আসেন। এখানের এসে দেখেন, একটি কক্ষের দরজা খোলা। ভেতরে বিছানায় উপুড় হয়ে স্বামী পড়ে আছেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে লোকজনকে খবর দেন তিনি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
স্ত্রী সন্দেহ প্রকাশ করে বলেন, ‘যেহেতু দরজা খোলা ছিল সেহেতু কেউ আমার স্বামীকে মেরে ফেলতে পারে।’
মোল্লাবাড়ির বাসিন্দা মো. ইকবাল হোসেন রুবেল জানান, তিনি দীর্ঘ দিন ধরে উপজেলা ডাক বিভাগের অফিসে নৈশপ্রহরীর কাজ করতেন। সকালে অনেক স্থানীয় লোকজন ওই কক্ষে গিয়ে তাঁর মরদেহ দেখতে পায়।
দেবিদ্বার থানার পরিদর্শক মারুফ রহমান বলেন, ‘আমরা ধারণা করছি, তিনি ঘুমের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিবার এসে লাশ শনাক্ত করেছে। তবুও যেহেতু সরকারি একটি প্রতিষ্ঠানে মারা গেছেন আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’