সিলেট সংবাদদাতা
সিলেট নগরীর চৌহাট্টায় একটি ওষুধের দোকানে আগুন লেগে বিপুল পরিমাণ ওষুধ পুড়ে গেছে।
গত বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে আকস্মিকভাবে ইউনিক ফার্মেসিতে আগুন লাগে। আগুন দেখে আশপাশের মানুষ ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভানোর আগেই ফার্মেসির তিন চতুর্থাংশ ওষুধ পুড়ে ছাইহয়ে যায়।
এদিকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত তিনটা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি নির্ধারণের বিষয়টি তদন্তাধীন আছে।