হোম > ছাপা সংস্করণ

সতর্ক করলেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নতুন কিছু নয়। তারকারা এ বিড়ম্বনায় একটু বেশি পড়েন। এবার এমনই এক পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী পূর্ণিমা। আর এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন তিনি। তবে ফেসবুক অ্যাকাউন্ট নয়, পূর্ণিমা সতর্ক করলেন তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরের জন্য। সম্প্রতি একটি প্রতারক চক্র পূর্ণিমার ছবি দিয়ে অচেনা ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে। সেই নম্বর থেকে কল ও মিসড কল দিচ্ছে অনেককে। সেই কল ব্যাক করতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। তাই এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন পূর্ণিমা। জানালেন, তিনি এই কল বা মিসড কলের সঙ্গে জড়িত নন।

গতকাল নিজের ফেসবুক আইডিতে বেশ কয়েকটি স্ক্রিনশট জুড়ে দিয়ে পূর্ণিমা লেখেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন, তারা বিভ্রান্ত না হয়ে এই সব নাম্বার থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নাম্বার, আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না। মিসড কল তো দেই-ই না। কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। তাই, সবাইকে অনুরোধ করছি, এমন কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ এলে ইগনোর করবেন।’

পূর্ণিমার শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে, সেই নম্বর থেকে ম্যাকক্যান গ্লোবাল গ্রুপের অ্যানগি নামের একজন রিমোট জবের প্রস্তাব দিয়ে মেসেজ করেছে। এই চাকরির জন্য দেওয়া হবে প্রতিদিন ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। বিস্তারিত জানতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন