ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান ও সুরাইয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত শুক্রবার সকালে ১৪৪ ধারা ভঙ্গ করে হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা সুরাইয়া বেগমের পরিবারের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এতে সুরাইয়া বেগমের মা গুরুতর আহত হয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলায় সুরাইয়া বেগমে মেয়ে সুমা আক্তারও আহত হন।
আহত সুমা আক্তার আমাদের বলেন, ‘আমরা বাসায় ছিলাম। কোথায় থেকে যেন হাবিব ও তাঁর দলবল আমাদের লক্ষ্য করে ইট, পাথর নিক্ষেপ শুরু করে। এতে আমি ও আমার নানু আহত হই। তবে আমার নানু একটু বেশি অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভুক্তভোগী সুরাইয়া বেগম বলেন, ‘ওরা আমাদের শান্তিতে থাকতে দেন না। আমি আমার জায়গায় ঘর করছি, তাতেও ওরা বাধা দেন। থানা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তাঁরা তাও ভঙ্গ করে আমার বাড়িঘর ভাঙচুর করেন। আমি এর বিচার চাই।’
এ সম্পর্কে অভিযুক্ত হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না, বাজারে ছিলাম। তবুও তাঁরা আমার নাম বলছেন। আমরা তাদের ওপর হামলা করেনি। বরং তাঁরাই আমার স্ত্রীর ওপর হামলা করেছেন।’
এ সম্পর্কে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমি ডামুড্যা থানা থেকে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’