হোম > ছাপা সংস্করণ

কৌতুক অভিনেতা রনিকে মারধরের ঘটনায় একজন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সিনেমা দেখতে এসে গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের শিকার হয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এ সময় তাঁর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারসংলগ্ন আদম শাহ মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই রনির বন্ধু তহুরুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেন। এ ঘটনায় আল আমিন মোল্লা নামের একজনকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় পৌর শহরের গাড়িষাপাড়া মহল্লার চাল ব্যবসায়ী সাবলু মোল্লাকে (৪৫) প্রধান আসামি করা হয়েছে। মামলায় চার-পাঁচজনের নাম উল্লেখসহ ছয়-সাতজনকে আসামি করা হয়।

ভুক্তভোগী আবু হেনা রনি বলেন, শুক্রবার সন্ধ্যায় গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের আনন্দ সিনেপ্লেক্সে সিনেমা দেখতে এসেছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন। তাঁরা একটি প্রাইভেট কারে আসেন। কারটি সিনেমা হলের পাশের ফাঁকা জায়গায় রেখে পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এ সময় আরেকটি প্রাইভেট কারে সেখানে আসেন সাবলু মোল্লা। গাড়ি পার্ক করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রনি ও তাঁর বন্ধুদের গালিগালাজ শুরু করেন সাবলু। এ সময় স্থানীয় বাসিন্দারা সাবলুকে বাধা দেন। এতে আরও ক্ষিপ্ত হন তিনি। মোবাইল ফোনে কল করে আরও ৮-১০ জনকে ঘটনাস্থলে নিয়ে আসেন সাবলু। পরে রনিদের ওপর হামলা চালানো হয়। রনির কারের সামনের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবলু মোল্লার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন