ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে ট্রেন ও বাস বন্ধের গুজব ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী মানুষ টিকিট নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। ট্রেন ও বাস বন্ধের গুজব মুখে মুখে ফিরছে। ট্রেন ও বাস বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারে গণমাধ্যমকর্মী এবং বাস কাউন্টারে ফোন দিচ্ছেন অনেকে।
তাই টিকিট পেতে ঢাকাগামী যাত্রীরা ট্রেন ও বাসের কাউন্টারে ভিড় করছেন। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে। তবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেন বন্ধের কোনো নির্দেশনা নেই। আর বাসমালিকদের বক্তব্য, বাস ধর্মঘটেরও কোনো সিদ্ধান্ত নেই।
রাজশাহী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ১ থেকে ৩ ডিসেম্বর রাজশাহীতে কয়েকটি দাবিতে তিন দিন বাস ধর্মঘট ছিল। রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বাস মালিক সমিতির বৈঠকের পর সে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। নতুন করে বাস বা পরিবহন ধর্মঘটের পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
গতকাল সকালে নগরীর শিরোইল এলাকায় ঢাকা বাস টার্মিনালে দেখা গেছে, টিকিট কাটার জন্য যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবহন সংস্থা দেশ ট্রাভেলসের কাউন্টারে দেখা যায় বিপুলসংখ্যক যাত্রীর সমাগম।
দেশ ট্রাভেলস কাউন্টারের ইনচার্জ মো. চাঁদ বলেন, ‘বাস বন্ধের ব্যাপারে আমাদের কাছে কোনো মেসেজ নেই। আমরা টিকিট বিক্রি করছি। যদি কোনো নির্দেশনা আসে তবে যাত্রীদের কাছে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।’
ঢাকাগামী হানিফ পরিবহনের কাউন্টারেও দেখা গেছে একই চিত্র। হানিফের কাউন্টার মাস্টার মো. শামীম বলেন, ‘৭ থেকে ১০ ডিসেম্বরের টিকিট আমরা বিক্রি করছি।
যাত্রীদের কাছ থেকেই পরিবহন ধর্মঘটের কথা শুনছি। তবে আমরা এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাইনি।’
ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের কাউন্টারেও দেখা গেছে যাত্রীদের ভিড়। ওই কাউন্টারের ইনচার্জ রাকিব বলেন, ‘আমরা টিকিট বিক্রি করছি। কোনো নির্দেশনা পেলে টিকিট বিক্রি বন্ধ করা হবে।’
কাউন্টারে টিকিট কাটছিলেন হাসমত আলী নামের রাজশাহী মহানগরীর ঘোড়ামারা এলাকার একজন বাসিন্দা। তিনি বলেন, ‘বাস বন্ধের খবর পেয়ে টিকিট কাটতে এসেছি।
আমার পরিবারের তিনজন সদস্যের ঢাকা যাওয়া খুব জরুরি।’
ট্রেন বন্ধের গুজব সম্পর্কে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এবং স্টেশন ম্যানেজার আব্দুল করিমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁরা কল ধরেননি। তবে রেল শ্রমিক লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, ট্রেন বন্ধের কোনো ধরনের সম্ভাবনা নেই। অযথা গুজব ছড়ানো হচ্ছে।
যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কাটছেন। কোনো সমস্যা নেই। ট্রেন চলাচল করবে।