বগুড়ার শিবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারক নাথ কুন্ড প্রমুখ।
বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার মোট ২ হাজার ৮ শত ৪টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী জেলার মোট ৪ লাখ ৭৮ হাজার ৭৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৯০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২১ হাজার ৬৬৮ জন শিশুকে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।