Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১৩ বার তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৩ বার তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভাগভেদে ৪ থেকে ১৩ বার মেধাতালিকা প্রকাশ করেও আসন পূরণ হচ্ছে না। ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে।

এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এরপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, ‘ভর্তি পরীক্ষার সভায় আমরা বুধবার (আজ) থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাঁদের মৌখিক পরীক্ষা (ভাইভা) হয়েছে, তাঁদের বিভাগ বরাদ্দ দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। এভাবে ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি এররপরও না হয়, তবে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ