স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলিতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বই উপহার দিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান।
গত রোববার বিকেলে তিনি উপজেলার ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের সভাপতি হারুন উর রশিদ হারুনের সভাপতিত্ব ছাত্র-ছাত্রীদের মধ্যে এ বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফেরদৌস আলী খান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফেরদৌস আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ আলম প্রমুখ।