Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মিঠাপুকুর শত্রুমুক্ত দিবস আজ

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর শত্রুমুক্ত দিবস আজ

মিঠাপুকুর শত্রুমুক্ত দিবস আজ ১৪ ডিসেম্বর। আজকের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে মিঠাপুকুর থেকে হটতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানি সেনারা। তবে মিঠাপুকুরকে শত্রুমুক্ত ঘোষণার দিনক্ষণ নিয়ে মতভেদ রয়েছে। ১৪ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন শত্রুমুক্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের নেতারা। স্থানীয়ভাবে প্রকাশিত কয়েকটি স্মরণিকায় ১৪ ডিসেম্বর মিঠাপুকুর শত্রুমুক্ত ঘোষণার কথা বলা হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসে যখন দেশের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত ঘোষণা করা হচ্ছিল, ঠিক তখনই (সম্ভাব্য তারিখ ১০-১২ ডিসেম্বর) উপজেলা সদরে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কায় লোকজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে থাকেন। বোমা বিস্ফোরণের পর রাজাকারদের তৎপরতা বৃদ্ধি পায়। তাঁরা গ্রামে ঢুকে ধর্ষণ, নির্যাতন ও লুট-তরাজের মাত্রা বাড়িয়ে দেয়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়তে থাকে। কিন্তু একটু পর জানতে পারেন, পাকিস্তানি হানাদার নয়, ভারতীয় মিত্রবাহিনী রাজাকারদের ক্যাম্প ধ্বংস করার জন্যই বোমা হামলা চালিয়েছে। মিত্র বাহিনীর বোমার আঘাতে রাজাকারের ক্যাম্প (বর্তমান উপজেলা পরিষদের পুরোনো ভবন) ধ্বংস হয়ে যায়। বোমা হামলার ১৩ ডিসেম্বর দিনাজপুরের হিলি এলাকা থেকে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ঘোড়াঘাট হয়ে পলাশবাড়ী ও পীরগঞ্জ দিয়ে মিঠাপুকুর উপজেলার সীমান্ত এলাকায় অবস্থান নেয়। মুক্তিযোদ্ধাদের আগমন টের পেয়ে রাজাকারদের সঙ্গে নিয়ে হানাদার বাহিনীর কয়েকজন গুলি বর্ষণ করতে থাকেন। মুক্তিযোদ্ধারাও প্রবল প্রতিরোধ গড়ে তুলে অগ্রসর হতে থাকেন। একপর্যায়ে প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা। ততক্ষণে মিত্রবাহিনী উপজেলা সদরে প্রবেশ চলে আসে। মিঠাপুকুরকে শত্রুমুক্ত ঘোষণা করে। ওই দিন একজন হানাদার পালানোর সময় জনতার হাতে ধরা পড়েন। পরে গণপিটুনিতে মারা যান।

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার আতিয়ার রহমান জানান, মিঠাপুকুরে ১৫ ডিসেম্বর আনন্দ মিছিল হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ