সিলেট সংবাদদাতা
রিকশা, ইজিবাইকসহ ব্যাটারিচালিত বিভিন্ন যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স দেওয়াসহ ৪ দফা দাবিতে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
গতকাল রোববার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ করা হয়।
আম্বরখানা থেকে শুরু হওয়া সহস্রাধিক শ্রমিকের মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সিলেট মহানগর সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও সংগঠনের মহানগরী সংগঠক মঞ্জু আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রমিক ফ্রন্ট জেলার আহ্বায়ক ও স্কপ জেলা সদস্যসচিব আবু জাফর।
সমাবেশে আরও বক্তব্য দেন ছিলেন সদর উপজেলার আহ্বায়ক কুদ্দুস মিয়া, খাদিম ইউনিয়নের সভাপতি রেশাদ আহমদ, মহানগরের নেতা কোরবান আলী, দানিশ মিয়া, জমির মিয়া, সাগর আহমদ, কাওসার মিয়া, সুরুজ আলী, জসিম উদ্দিন, বাচ্চু মিয়া, বেতের বাজারের সভাপতি মো. শমীম মিয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার আহমদ, মিরাপড়ার সভাপতি হারুন মিয়া, কানিশাইল সভাপতি খোকন মিয়া, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি মজনু মিয়া, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এরশাদ মিয়া, ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মানিক মিয়া, ইলেকট্টিকসাপ্লাইর সভাপতি ইউসুফ মিয়া, জালালিয়ার সভাপতি মো. বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, বিজ্ঞানসম্মত নকশা প্রণয়ন করে ইলেকট্রিক মোটরযান নীতিমালায় অন্তর্ভুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান করতে হবে। বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর হীন স্বার্থে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ করার চক্রান্ত চলছে। চালক, মেকানিক, খুদে মালিক, গ্যারেজ মালিকসহ আত্মকর্মসংস্থানে নিয়োজিত ৫০ লাখ মানুষ ও তাঁদের ওপর নির্ভরশীল ২.৫ কোটি মানুষের জীবন জীবিকা এ পরিবহনের ওপর নির্ভরশীল।