ময়মনসিংহে প্রতিবন্ধী কিশোরী (১৩) ধর্ষণের মামলায় মো. শহীদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ১৪। গ্রেপ্তার মো. শহীদুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর র্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম বলেন, ছয় মাস আগে শহীদুল একটি গ্রামে ভেকু দিয়ে মাটি কাটার কাজ করার সময় ১৩ বছর বয়সী ওই প্রতিবন্ধী কিশোরী সঙ্গে কথা বলে পরিচিত হন। পরিচিত হওয়ার একপর্যায়ে মোবাইল কিনে দেওয়ার লোভ দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন শহীদুল। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পরে বিষয়টি জানাজানি হলে ১২ ডিসেম্বর ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা শহীদুলকে আসামি করে ফুলবাড়িয়া থানায় ধর্ষণ মামলা করেন। গত বুধবার রাতে জেলার ফুলবাড়িয়া উপজেলার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।