Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ধান ছেড়ে টমেটো চাষ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)

ধান ছেড়ে টমেটো চাষ

বিভিন্ন সবজির পাশাপাশি কয়েক বছর আগে পরীক্ষামূলক বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেন সাতক্ষীরা জেলার কলারোয়ার কামারালী গ্রামের আব্দুস সাত্তার । বাজারে চাহিদা থাকায় এ টমেটো বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি । তাঁর সাফল্য দেখে প্রতিবছরই কামারালী মান্দারতলা এলাকায় গ্রীষ্মকালীন টমেটোচাষির সংখ্যা বাড়ছে। এ গ্রামের এখন প্রায় ১০০ কৃষক এ টমেটো চাষ করছেন।

সরেজমিনে গত সপ্তাহে গিয়ে দেখা যায়, কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী মান্দারতলা এলাকায় প্রায় ৩০০ বিঘার মাঠ । এর অনেক স্থানেই আবাদ হয়েছে আমনসহ বিভিন্ন মোটা চালের ধান। এর মধ্যেই সাদা পলিথিনের ছাউনিতে প্রায় ৬৫ বিঘা জমিতে চাষ হয়েছে বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো ।

টমেটোচাষি আব্দুস সাত্তার বলেন, ১৪ বছর ধরে ধান, মাছ ও সবজি চাষ করছি । এর মধ্যে সব থেকে লাভজনক ফসল গ্রীষ্মকালীন টমেটো ৷ শুরুর দিকে তিনজন চাষ করলেও লাভজনক হওয়ায় এখন শতাধিক কৃষক টমেটোর আবাদ করছেন । এক বিঘা জমিতে ধান আবাদ করলে সাড়ে ৩ মাসে ২০ মণ ধান হয়। এতে খরচও বেশি ৷
আব্দুস সাত্তার বলেন, গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে মৌসুমের ৬ মাসে প্রতি বিঘায় প্রায় ৩০০ মণের মতো ফল পাওয়া যায়; যার গড় বাজারমূল্য ৫০ টাকা কেজি করে হলে বিঘায় প্রায় ৫-৬ লাখ টাকা আয় হয়। খরচ বাদে মৌসুম শেষে দেড় থেকে দুই লাখ টাকা লাভ থাকে। লাভজনক ফসল হওয়ায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফসলটির চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে ডিজেল, সার ও কীটনাশকের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ