হোম > ছাপা সংস্করণ

বিচারের আগে পুনর্বাসন নয়, আ. লীগের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার নিশ্চিতের আগে ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ নেই বলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না, তা জনগণের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৈঠকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই বৈঠক হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সন্ধ্যা ৭টার পর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান। এটি ছিল উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠক।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে তিনি ভারতে গেছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ইতিমধ্যে পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি দেখতে পেয়েছি। এটি যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার, তাই আমরা মনে করি, বিচারের আগপর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত হওয়ার আগপর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।’

ফ্যাসিবাদের বিচারের পর তারা রাজনীতি করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, ‘ফ্যাসিবাদী রাজনৈতিক দল ও জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটা জনগণের ওপর ছেড়ে দিলাম। তবে আমরা মনে করি, কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি, সেটা কীভাবে বাস্তবায়ন করব। এখনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে আমরা এটাকে অবশ্যই সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করব। বিচার করার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। আইন মন্ত্রণালয় কাজ করছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে।’ 

দলের বিচার করার কোনো আইন নেই, তাহলে দলের বিচার কীভাবে করবেন—এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। বিচারের বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে। তারা দ্রুত একটা সুস্পষ্ট রূপরেখা সবার সামনে উপস্থাপন করবে। তাহলে আওয়ামী লীগের বিচার কীভাবে হবে, এ প্রশ্নে তিনি বলেন, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। যেহেতু আওয়ামী লীগ গণহত্যা ঘটিয়েছে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কীভাবে ফিরবে বা তাদের ফিরতে দেওয়া হবে কি না, তা জনগণ সিদ্ধান্ত নেবে।

গণভবন কখনোই গণভবন হয়ে উঠতে পারেনি উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, এ দেশের ছাত্র-জনতা গণভবনকে অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে। তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি ও বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়-অবিচার হয়েছে, সবগুলোর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। খুব দ্রুত এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, গণভবন যে অবস্থায় আছে, জনগণ এটিকে যেভাবে অধিকার করেছে, বিজয় করেছে, ঠিক সেই অবস্থায় রাখা হবে। এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে; যাতে করে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, গণভবনকে কীভাবে একটি সুন্দর জাদুঘর করা যায়, সে বিষয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। গণপূর্ত মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ কাজ করবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন। সেই শহীদদের তালিকা করা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ পরিবারদের নিয়ে শিগগির সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। 
কিছুদিন ধরে শ্রম (তৈরি পোশাক ও ওষুধ কারখানা) খাতে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে সব অংশীজনকে নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদেও আলোচনা হয়েছে। এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানের জন্য শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এই কমিটি ঘোষণা করা হবে; যাতে শ্রমিকেরা তাঁদের সব দাবিদাওয়া নিয়ে যেতে পারেন। রিভিউ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানে কাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিভিউ কমিটিতে শুধু পোশাক খাত নয়, অন্যান্য খাতের মালিক ও শ্রমিকদের রাখা হবে।

বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ত্রাণ কার্যক্রম চলছে। পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টার ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন