বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঈদুল আজহা উপলক্ষে ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন রোশান ও বুবলী। মুক্তির পর সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স, কোথাও তেমন সুবিধা করতে পারছে না সিনেমাটি। পাঁচ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় ‘রিভেঞ্জ’। মুক্তির আগে সংবাদ সম্মেলনে দেখা গেলেও মুক্তির পর কোনো হলে দেখা যায়নি নায়ক-নায়িকাকে। পরিচালক একাই ঘুরে বেড়াচ্ছেন হলে হলে। সেই সময় রোশান ও বুবলীকে নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন ইকবাল। এবার এই নির্মাতা জানালেন তাঁর নির্মাণাধীন ‘বিট্রে’ সিনেমা থেকে রোশান ও বুবলীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত।
মোহাম্মদ ইকবাল বলেন, ‘বিট্রে থেকে রোশান ও বুবলী দুজনকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন নায়ক-নায়িকা নিয়ে কাজ করতে চাই। এদেরকে নিয়ে আর কাজ করতে চাইছি না। এরা এখন মার্কেটে চলে না।’
সিনেমার প্রচারে না থাকাতেই এমন সিদ্ধান্ত কি না—জানতে চাইলে ইকবাল বলেন, ‘রিভেঞ্জ সিনেমার প্রচারে তাঁদের ভূমিকা নিয়ে আমি সন্তুষ্ট নই, এটা সত্য। তাঁদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? বাংলাদেশের মানুষ তো নায়ক-নায়িকাদের চেনে। পরিচালক ও প্রযোজকদের কয়জন চেনে? তাঁদের (নায়ক-নায়িকা) সিনেমা তো তাঁদেরই প্রমোট করতে হবে। আমার দায়িত্ব একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ করে মুক্তি দেওয়া। সেটা আমি করেছি। প্রচারের দায়িত্ব তো তাঁদেরও। নাকি এটাও শুধু আমার একার দায়িত্ব? স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে বলে বুবলী কি নিজের সিনেমার প্রচার করবে না? আর রোশান তো কোনো সিনেমাই ঠিকভাবে প্রচার করে না।’
রিভেঞ্জ সিনেমার শুটিং শেষ করেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে গান দিয়ে শুরু হয়েছিল বিট্রের শুটিং। নির্মাতা জানান, ইতিমধ্যে শেষ হয়েছে ৪০ ভাগ দৃশ্যধারণের কাজ। এর মধ্যে রোশান ও বুবলী শুটিং করেছেন পাঁচ দিন। এমন অবস্থায় নায়ক-নায়িকা পরিবর্তন করলে ক্ষতির মুখে পড়তে হবে। তবে নির্মাতা জানালেন ভিন্ন কথা। ইকবাল বলেন, ‘কোনো ক্ষতি হয়নি বরং আমি বেঁচে গেছি। তাঁদের ফুটেজ ফেলে দিলে হয়তো চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হবে। সেটা অন্যভাবে আমি পুষিয়ে নেব। কিন্তু তাঁদের নিয়ে সিনেমা বানিয়ে পুরোটা লস করতে চাই না।’
বিট্রে সিনেমা থেকে বাদ দেওয়া প্রসঙ্গে রোশান ও বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও আসেনি কোনো উত্তর।
বিট্রে থেকে বাদ পড়লেও মুক্তির অপেক্ষায় আছে রোশান ও বুবলী জুটির বেশ কয়েকটি সিনেমা। তালিকায় আছে ‘প্রেম পুরাণ’, ‘পুলসিরাত’ ও ‘তুমি যেখানে আমি সেখানে’।