উন্নয়ন প্রকল্পের খোঁড়াখুড়ির কারণে নগরীর কালুরঘাটমুখী সড়কের এক পাশ বন্ধ প্রায় পাঁচ বছর। এতে সড়কটিতে লেগে থাকে যানজট।
গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বহদ্দারহাটের হক মার্কেটের সামনের পাঁচ রাস্তার মোড়ে দেখা যায়, সড়কের একাংশ দখল হয়ে আছে ভ্রাম্যমাণ দোকানে। সংকুচিত সড়কের একদিকে যাত্রী ওঠানামায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় ব্যস্ত যাত্রীবাহী বাস। যে কারণে জট লেগে আছে। ওই সব গাড়ির পেছনে ট্রাক, রিকশা, অটোরিকশা-টেম্পোসহ নানা যানবাহনের দীর্ঘ সারি। অন্তত আধা কিলোমিটার সড়কজুড়ে যানজট যেন প্রতি মুহূর্তের সঙ্গী।
শহিদুল ইসলাম নামের এক ট্রাকচালক বলেন, প্রতিদিন পণ্য-আনা নেওয়ার কাজে কালুরঘাট ভারী শিল্প এলাকায় যেতে হয়। উড়ালসড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় নিচের সড়ক দিয়েই যাতায়াত করতে হচ্ছে। আসা-যাওয়ায় অনেকটা সময় চলে যায় বহদ্দারহাটেই।
এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করা মানুষজন বলছেন, সকালের চেয়ে বিকেলেই বেশি যানজট দেখা দেয়।