শীতকালে কড়া রোদ পাওয়া যায় না। তাই তোশক ও আসবাব রোদে দেওয়া হয় না। এতে বিছানা ও আসবাবে ছারপোকার উপদ্রব বেড়ে যায়।
- বিছানার চাদর, বালিশের কভার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তোশক ও জাজিম যথাসম্ভব পরিষ্কার রাখুন।
- মাঝে মাঝে আসবাবে কেরোসিন তেল ঘষুন। এতে আসবাব পরিষ্কার থাকবে এবং ছারপোকা দূর হবে।
- ল্যাভেন্ডার অয়েল, টি ট্রি তেল আসবাব ও বিছানার ওপর স্প্রে করতে পারেন।
- ছারপোকার ওপর ভিনেগার স্প্রে করতে পারেন। এতে ছারপোকার হাত থেকে অনেকটাই মুক্তি পাবেন।
- ঘরের যেসব স্থানে ছারপোকার উপদ্রব বেশি, সেখানে বেকিং সোডা তরল করে নিয়ে স্প্রে করতে পারেন।