বিনোদন ডেস্ক
মা অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মতো অভিনয়ে আগ্রহ মেয়ে রাশা থাডানির। মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছেন। লেখাপড়ায় খুব ভালো। তবে স্বপ্ন দেখেন মায়ের মতো অভিনেত্রী হওয়ার। এরই মধ্যে বিভিন্ন সিনেমার জন্য অডিশন দেওয়া শুরু করেছেন। টাইমস অব ইন্ডিয়া গতকাল জানিয়েছে, বলিউড নয়, একটি দক্ষিণি সিনেমা দিয়ে শুরু হবে রাশার অভিনয়ের যাত্রা। ওই সিনেমায় তাঁর নায়ক হবেন ‘আরআরআর’খ্যাত দক্ষিণি তারকা রামচরণ।
অন্যদিকে বলিউডেও রাশার একটি সিনেমা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ওটিটি প্লে। ওই সিনেমায় রাশার নায়ক হবেন অজয় দেবগনের ভাইপো আমান দেবগন। এটি আমানেরও প্রথম সিনেমা। এই দুই নতুন মুখ নিয়ে একটি অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা বানাতে চলেছেন অভিষেক কাপুর। আমান ও রাশা এখন অ্যাকশন দৃশ্যগুলোর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এখন দেখার বিষয়, অভিষেকের সিনেমাটি দিয়েই কি অভিষেক হবে রাশার; নাকি তার আগেই রামচরণের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন রাভিনাকন্যা?
২০০৪ সালে ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাডানিকে বিয়ে করেন রাভিনা। রাশা তাঁদেরই মেয়ে। কাজ শুরু না করলেও এখন থেকেই সোশ্যাল মিডিয়া সেনসেশন রাশা। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন প্রায় আট লাখ নেটিজেন।