হোম > ছাপা সংস্করণ

বিজয়ের গান

বাপ্পা-সাঈদার ‘আমরাই তো বাংলাদেশ’
গান জানালার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘আমরাই তো বাংলাদেশ’ শিরোনামের গান। কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও সাঈদা শম্পা। কথা লিখেছেন গোলাম মোর্শেদ, সুর-সংগীত করেছেন অন্তু গোলন্দাজ। গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘মনে হচ্ছে বহুদিন পর দারুণ একটি দেশের গান গাইলাম। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

রাজীব-প্রিয়াংকার ‘জয় হোক’
সুজন হাজংয়ের লেখা ‘জয় হোক’ শিরোনামের গান গাইলেন রাজীব ও প্রিয়াংকা। সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। প্রকাশ পাবে সুজন হাজং অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে রাজীব বলেন, ‘দেশের গান গাইতে সব সময়ই ভালো লাগে। আমরা দেশকে ভালোবাসি, সম্মান করি। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ এই গান।’ প্রিয়াংকা বলেন, ‘শিল্পী হিসেবে দেশের প্রতি গানে আমাদের শ্রদ্ধা নিবেদন। শ্রোতাদের ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে।’

শামস মনোয়ারের ‘স্বদেশ’
কবি ও গীতিকার শামস মনোয়ার বিজয় দিবস উপলক্ষে প্রকাশ করছেন ‘স্বদেশ’। শামস মনোয়ার নামের ইউটিউব চ্যানেলে আজ সকাল সাড়ে ১০টায় মিউজিক ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সবুজ। নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে ইঙ্ক মার্ক। শামস মনোয়ার বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানাতেই ইঙ্ক মার্কের পক্ষ থেকে আমাদের এই প্রচেষ্টা। চেষ্টা করেছি সুন্দর একটি গান শ্রোতাদের হাতে তুলে দিতে।’

চার শিল্পীর ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’
কিশোর দাসের সুর ও সংগীত আয়োজনে তৈরি হয়েছে ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ শিরোনামের গান। গানের কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম। কণ্ঠ দিয়েছেন চার শিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার, কিশোর দাস ও কর্ণিয়া। গীতিকবি হাসানুজ্জামান মাসুম বলেন, ‘দেশমাতৃকার প্রতি ভালোবাসা জানাতেই আমাদের এই সম্মিলিত প্রয়াস। পাশাপাশি দেশের যে ক্রমবর্ধমান উন্নয়ন, সেটাও উঠে এসেছে গানের কথায়।’ গানটি আজ প্ল্যাটফর্ম নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

অবন্তী সিঁথির কণ্ঠে ‘জননী জন্মভূমি’
বিজয় দিবস উপলক্ষে অবন্তী সিঁথি গেয়েছেন ‘জননী জন্মভূমি’ শিরোনামের গান। অমিতাভ দাশ হিমুর কথায় গানটির সুর করেছেন রিপন চৌধুরী। সংগীতায়োজন করেছেন সজীব দাশ। অবন্তী সিঁথি বলেন, ‘গানটির কথায় দেশবন্দনার সুন্দর প্রকাশ ঘটেছে। সেই সঙ্গে সুরের মেলবন্ধন গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।’

কবির বকুলের কথা-সুরে পাঁচ গান
গীতিকার কবির বকুলের কথা ও সুরে তৈরি হয়েছে নতুন পাঁচটি দেশাত্মবোধক গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, রাজিব, লিজা ও লুইপা। উজ্জ্বল সিনহা সংগীতায়োজন করেছেন চারটি গানের, কিশোর দাস করেছেন একটির। এবার বিজয় দিবসে গানগুলো নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ বেতার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন