আজকের পত্রিকা ডেস্ক
শোককে শক্তিতে পরিণত করার আহ্বানের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: জেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এদিকে জেলা প্রশাসনের অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন।
শাবিপ্রবি: শাবিতে আলোচনা সভায় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।
জৈন্তাপুর (সিলেট) : জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি কামাল আহমদ, ইউএনও আল বশিরুল ইসলাম, এসি ল্যান্ড রিপামনি দেবী প্রমুখ।
বিয়ানীবাজার (সিলেট) : ইউএনও আশিক নূরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন প্রমুখ।
মৌলভীবাজার: অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) : আলোচনা সভায় ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।
ধর্মপাশা (সুনামগঞ্জ) : মধ্যনগর উপজেলায় অনুষ্ঠানে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিশ্বনাথ (সিলেট): অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্ব করেন।
গোলাপগঞ্জ (সিলেট) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, ইউএনও মৌসুমী মান্নান, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বিজিবির উদ্যোগে গরিবদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ।