হোম > ছাপা সংস্করণ

৪০২৪ লিটার সয়াবিন তেল জব্দ করে বিক্রি

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর ডিমলার পর এবার কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল। এই তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে এই তেল জব্দ করে। পরে ভোক্তা পর্যায়ে তা ১৫৯ টাকা লিটার দরে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় অবৈধভাবে তেল মজুতের অপরাধে ওই ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক শামসুল আলম জানান, কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যের বিপুল পরিমাণ সয়াবিন তেল অবৈধভাবে মজুত ছিল। এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের আধা, এক ও দুই লিটার বোতলের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দাম বৃদ্ধির আগে সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে এই তেল আনা হলেও তা বাজারে না ছেড়ে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন হারুন স্টোরের মালিক বাবুল।

শামসুল আলম আরও বলেন, ‘যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মধ্যে পূর্বের ১৫৯ টাকা লিটার দরে বিক্রি করা হয়।’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন