আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশের মানুষ সব দুর্যোগে সবার আগে আওয়ামী লীগকেই কাছে পেয়েছে। আর দেশে কোনো দুর্যোগ এলে বিএনপি ঘুমিয়ে থাকে, তাদের নেত্রীও ঘরে ঘুমিয়ে থাকেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে বন্যার্তদের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
লামাকাজি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ প্রমুখ।