নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশ লম্বা ছুটি কাটিয়ে চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসেছেন কাল রাতে। প্রধান কোচের সঙ্গে আজ বসার কথা নির্বাচক প্যানেলের। সেখানেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের অনুশীলন পরিকল্পনাটা কেমন হবে।
গতকাল বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, জিম্বাবুয়ে সিরিজের আগে সেভাবে কন্ডিশনিং ক্যাম্প করার ভাবনা নেই তাঁদের। একটা সিরিজের আগে যেভাবে অনুশীলন হয়, সেটিই হবে। সূত্র জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের ২২ ও ২৫ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দুটি রাউন্ড খেলার সুযোগ দেওয়া হচ্ছে। জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা ক্রিকেটাররা ২৭ এপ্রিল চলে যাবেন চট্টগ্রামে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই সিরিজে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার কথা শোনা গেলেও তিনি কবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন, সেটি নিশ্চিত নয়।
সুপার লিগের দুটি ম্যাচ বাংলাদেশ দলের ক্রিকেটাররা খেলবেন, তাই হাথুরুর সূক্ষ্ম একটা নজর থাকবে ডিপিএলে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ তাঁর মাঠে থেকেই দেখার কথা। এবার প্রিমিয়ার লিগে আবাহনীকে ছায়া জাতীয় দলও বলা যায়। লিগ পর্বে ১১ ম্যাচের ১১টি জিতে তাঁরা পূর্ণ ২২ পয়েন্ট নিয়ে শুধু শীর্ষেই নয়, শিরোপায় এক হাত দিয়ে রেখেছে। সুপার লিগের একটি ম্যাচ জিতলে শিরোপা প্রায় হাতে তোলা হয়ে যাবে। দুটি জিতলে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত। এতটাই তাদের অবস্থান শক্তিশালী, সুপার লিগের দুটি রাউন্ড শেষে বেশির ভাগ জাতীয় দলের ক্রিকেটার হারানো নিয়েও চিন্তিত নয় তারা। আবাহনী টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছিলেন, ‘দুটিতে পেলেই হবে, বাকি তিন ম্যাচে ওদের না পেলেও আমাদের সমস্যা নেই।’
আবাহনীর দাপটে বাকিরা এতটাই পিছিয়ে পড়েছে যে সুপার লিগে রোমাঞ্চের ছোঁয়া খুব একটা নেই। ৫০ ওভারের ক্রিকেটে দেশের শীর্ষ লিগে বাকি পাঁচ দলেরই এখন লক্ষ্য শুধুই রানার্সআপ হওয়া। মোহামেডানের কোচ মিজানুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের চ্যাম্পিয়ন হওয়া এখন অনেক কঠিন। ওরা (আবাহনী) একটি জিতলেই হিসাবের বাইরে চলে যাবে। ওদের যে দল, এটার সঙ্গে অন্যদের তুলনা করা যায় না। (শক্তিমত্তায়) এবার অনেক পার্থক্য হয়ে গেছে। অন্য দলগুলোর বাজেট আর আবাহনীর বাজেটে অনেক পার্থক্য। আমরা চেষ্টা করব রানার্সআপ হওয়ার।’