ভোলার চরফ্যাশনে দেশি হাঁসের কালো ডিম পাড়ার ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। জানা যায়, জিন্নাগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুল মন্নান রাঢ়ী বাড়ির মতিনের স্ত্রী তাসলিমা বেগমের একটি দেশি হাঁস এ কালো ডিম দেয়।
তাসলিমা বেগম জানান, ৮ মাস বয়সী এ হাঁস এই প্রথম ডিম পাড়ে। ডিমের রং কালো দেখে প্রথমে ভয় পেয়ে যান। এলাকার মানুষ ডিম দেখতে ভিড় জমান।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, দেশি হাঁস কালো ডিম পাড়ার কথা নয়। জেনেটিক কারণে, কালো রঙের কিছু বেশি খেয়ে ফেললে এবং জরায়ুতে সমস্যা থাকলে এটা হতে পারে।